শুকনো পাতা উড়ছে, লাবণ্য বেঁচে আছে কিনা কে বলবে!
বাতাসে কেরোসিনের গন্ধ, জানিনা উনুন কিভাবে জ্বলবে।
পরিবার নিয়ে বাঁচতে গিয়ে সরাসরি সম্মুখ সমরে ওরা।
দুটো হাতে এতো কিছু করে, এ হাত এখনো আনকোরা!
আজ বহুদিন ধরে বাতাসে এ কোন দৈত্যের বসবাস!
সপ্ত পাতালে মরণের দীপ জ্বেলে আর কিবা তোরা চাস?
যত দিন যায় দূরে সরে যায় গাছেদের থেকে চারা।
রাত নেমে আসে কার সন্ত্রাসে সবাই মাতৃহারা!
দূরে ওই মাঠে সভা জমে ওঠে এমনই নাটকীয়,
চোখাচোখি হলে মনে পড়ে যায় পড়শী না আত্মীয়।
কে আসে কাছে কে সরে যায়, অংক মেলানো ভার।
হৃদয় কোটরে খসে খসে পড়ে সমস্ত কাঁটাতার।
শুকনো পাতা উড়ছে এখন, উড়ছে আপন মনে।
লাবণ্য কি শহর ছেড়ে হারিয়ে গেছে বনে?
বৃষ্টি নামে দিনের শেষে ফুরিয়ে আসে বেলা।
ভিজছে এখন শুকনো পাতা, সাঙ্গ করে খেলা!