সাতে পাঁচে কবিতায় শীতল বিশ্বাস

গ্রহণ
সকাল হলেও আজকের সকালটা সকাল নয়।আজ সূর্যগ্রহণ।মেয়েকে নিয়ে মুকুটমণিপুর জলাধারে এসেছে ইমন।
রোদচশমায় লাবণ্য ধুয়ে নামছে মেয়েটির।
মাত্র তেরো বছরের মেয়ে। হীরের আংটি। আলোর রকমফের। রিনরিন করছিল মেয়েটি – কি সুন্দর বাপী।আমিও সবটাই দেখতে পাচ্ছি। অবাক কন্ঠে জিজ্ঞেস করলাম-কেন? দেখছি তো সবাই। ইমন বলল-প্রতিজ্ঞা জন্মান্ধ যে।