কবিতায় সঙ্ঘমিত্রা ভট্টাচার্য

বসন্তখেলা
হটাৎ মেঘলা করে ঝোড়ো হাওয়া।
তাই বসন্তের বাতাসেও কেমন বেসুরো স্বর।
পলাশের রঙে কেমন ফিকে ভাব।
বিদ্যুতের চমকে এক লহমায় চেনা পৃথিবী কেমন যেন অচেনা হয়ে উঠলো।
জানি এ পৃথিবীর কোনো কিছুই স্থায়ী নয়।
সুখ দুঃখ শোক বিষাদ!
সময়ের পরিহাসে সব কিছুই পথের বাঁকে ম্লান হতে হতে মিলিয়ে যায়।
তবুও তার মধ্যে ক্ষনিকের ভালোলাগার মুহূর্ত গুলোই সম্বল।
আবছা কুয়াশায় হারিয়ে যাচ্ছে কত পরিচিত মুখ।
বুকের ভেতর মোচড় দিয়ে চলে যায় প্রেম।
তারপর থেকে যায় কিছু বিষন্নতার আলো।
সেই ফিকে আলোয় রয়ে যায় বুকের গভীরে পাহাড় প্রমাণ অভিমান।
তবুও তো মুখের দিকে তাকিয়ে বলতে ইচ্ছে করে۔۔۔
এখনো অনেক বসন্তখেলা বাকি রয়ে গেলো।
এখনো অনেক স্বপ্নের সাথে ভাবনার জাল বোনা বাকি রয়ে গেলো।