আন্তর্জাতিক || পাক্ষিক পত্রপুট || এ শ্বেতা ব্যানার্জী

স্বীকারোক্তি
আমি আমার স্বীকারোক্তি দিচ্ছি মহামান্য আদলত—
এক ক্লান্ত দুপুরে পুকুরের ঠাণ্ডা জলে আমি অবগাহন করেছিলাম,
সেই দুপুরে ই তো পিছু নিয়েছিল হার্মাদ হাওয়া।
তারপর ; গরম হাওয়ায় যখন গলতে থাকি…
আমার গলনশীল দেহ কুকুরেরা টানবে বলে
একজোট মহাভোজ আওয়াজ তোলে..।
আমার বয়ে যাওয়া রক্তে যমুনা আবারও স্রোতস্বিনী হলো।
তবুও শ্রীকৃষ্ণের টনক নড়েচড়ে বসলো না।
আমি বললাম, প্রভু….
উনি বললেন মহাভারত একবার ই রচনা হয়।
উনি আরও বলেন —
শূন্য দিয়ে জীবন যখন শুরু শূন্য দিয়ে ই জীবন করো শেষ।
আমি তখন স্থির থাকতে পারিনি…
ওনাকে নামিয়ে এনেছিলাম পাশাখেলার দরদালানে..
দেখিয়েছিলাম উলঙ্গ রাজনীতি কা’কে বলে..
তারপর….!!
তারপর আবারও চোখ বাঁধা রূপক পূর্ণতা পেল।
দ্রৌপদী পড়ে থাকলো পিছনে , পঞ্চপাণ্ডব এগিয়ে গেলো স্বর্গ যাত্রার পথে….