সাতে পাঁচে কবিতায় শীতল বিশ্বাস

শীর্ষেন্দু মুখোপাধ্যায়
কেমন করে বইবে আখর শব্দভেলায় মনভাসান
মনের কি আর দোষ দেওয়া যায় যেমন খুশি যেথায় যান
কলম তো নয় তুলির আঁচড় আকাশ পাতাল ছন্দেতে
মেঘ যেখানে শ্রান্তি ভোলে মনের নীলে শান্তিতে
বেবাক কেমন আঁকা বাঁকা পথ হয়ে যায় সরলরেখা
আবার কেমন সোজা সরল ভাবনা প্যাঁচে অবাক দেখা
জাদুকরী কলম-তুলি যার হাতে হয় বৃত্তবিন্দু
সেই তিনি যে আর কেউ নন প্রণম্য লেখক শীর্ষেন্দু।