কবিতায় সুমনা বোস

রথের স্মৃতি
রথের সাথে জুড়ে আছে
ছোটোবেলার স্মৃতি,
প্রসাদ পেতে ছিলো আমাদের
হাজার রকম নীতি।
ফিরবে না জানি সময়টা আর
স্মৃতি গুলোই যে দিন গোনে,
শৈশবের সেই রথের কথা
আজ কেবলই পড়ছে মনে।
বৃষ্টি ভেজা আষাঢ়ের দিনে
বিকেল গড়িয়ে সন্ধ্যে হলে,
জিলিপি পাঁপড়ে মন মজতো
ভিড়ে যেতাম মেলায় দলে দলে।
বিকেল বেলা হলেই সবাই দিতাম
রথের দড়িতে টান,
প্রণামী থালায় সাধ্য মতো
সবাই করতো দান।
রথ সাজানোর রঙিন কাগজ
এখোনো আছে আগের মতো,
শুধু রথ টা যদি থাকতো কাছে
সত্যি কতো ভালো হতো।
সেসব আজ পুরোনো হয়েছে,
কেটে গিয়েছে আনন্দের রেশ
বাল্যকালের সব আনন্দ,
সময়ের প্রভাবেই হয়েছে শেষ।