কবিতায় সংহিতা ভৌমিক

রঙে রঙে রাঙিয়ে
কোন রং প্রিয় বলো…
যদি বলি সবুজ,
সে তো প্রকৃতিকে ভালোবেসে…
তবে যদি সাদা অথবা নীল,
সে তো আকাশ আর জলের সাথে মিল..
যদি বলি লাল,
সে তো ভালোবাসার রং…
আমি প্রেমিকা নই,
সব রং তো রঙিন
তবে স্বচ্ছতার রং কি?
বসন্তের শুরুর আগে যে সব ঝরা পাতা..
হারিয়েছে তাদের বিবর্ণতা
তাদের রং কি?
চোখ বন্ধ করে দেখো কিংবা খুলে ,
তুমি আমি আমরা সবাই
আছি শুধুই রঙিন হয়ে
কোনো না কোনো রঙে।।