T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় সৌরিশ বন্দোপাধ্যায়

প্রাক্তন
যে ঠিকানা খুঁজেছিলি এতদিন
সেই ঠিকানা এখন তোর চেনা
অক্ষরেখার মাপটা রাখিস মনে
দ্রাঘিমায় শতাব্দী কাটবেনা ।
নোঙ্গর যখন নিলিই তুলে তুই
ডিঙ্গার কথা নাইবা ভাবলি আর
তুফান আসুক কিম্বা মৃত্যু স্রোত
দূরত্ব খোঁজা কিছুই কি দরকার?
এখন বরং মৃত্যু ভীষণ দামি
বিসর্জনে বোধন সহজ লেখা
নতুন হাতে গায়ে হলুদের ছোঁয়া
কাজল টানে আঁকবে রূপকথা ।
তোর ঠোঁটেতেও শব্দ উঠবে জেগে
নিশ্বাসে নিভবে প্রদীপ আলো
ফুলের গায়ে বাজবে ক্যানেস্তারা
বাতিল সময় বাতিল থাকাই ভালো ।