চকোলেট, গোলাপ সাথে নিয়ে,
কোনো নির্দিষ্ট দিনে নয় ,
ভালোবাসা তুমি আছো,
জীবনের প্রতিটি মূহুর্তকে সম্মান করে।
আমি তোমার সাথে,
রাতের আকাশের তারা গুনতে ভালোবাসি,
আমি হেঁটে যাই দীর্ঘ পথ,
পুঁজি করে সুখ রাশি রাশি।
আমি একলা দুপুরে গান গেয়ে ,
খুঁজে পাই, জীবনের ছন্দ
আমি বৃষ্টির জলে কান্না লুকিয়ে ,
ভুলে যাই মনের সব দ্বন্দ্ব।
ভালোবাসারই জন্য ,
ভালো লাগে জীবনের প্রতিটি মূহুর্ত।
ভালোবাসার শিশিরে শিক্ত হয়ে,
আরো অনেকটা পথ চলতে হবে,
ভুলে সব যুক্তি তর্ক।
ভালোবাসা, জীবনের প্রতিটি মূহুর্ত, সাথে থেকো, আমায় ভালোবেসে!!