|| শাম্ভবী সংখ্যা ২০২১ || T3 শারদ সংখ্যায় সৌমিত বসু

কারিগর নামা
তুমি তোমার বান্ধবীর সাথে
বেদ উপনিষদ নিয়ে আলোচনা করো
আমার আলোচনার বিষয় যৌনতা।
আমরা আলোচনার ভেতর
ফাঁকফোকর খুঁজি
যা শেখায়নি ক্লাস নাইনের সুব্রত
কিংবা ফাস্ট ইয়ারের নবীন ,শঙ্কর।
আমরা আলোচনা করি তোমার যাত্রাপথ, শকুন্তলা যে পথ দিয়ে পুত্র ভরতকে
নিয়ে এলেন এই মাটি পৃথিবীতে ; সেই পথের দুপাশে ছড়ানো নুড়ি পাথর বিষয়ে।
তুমি তোমার বান্ধবীর সাথে রামায়ন বিষয়েও কথা বলো
সকলে তোমাদের ধন্য ধন্য করে।
যৌনতা নিয়ে আলোচনা করতে করতে
আমি কখনো কখনো হাঁপিয়ে উঠি
কখনো কখনো মহাভারত খুলতে চাই
আমার বান্ধবীরা উঠে পড়ে
তাদের আর এ জন্মে সতী হওয়া হলো না।