কবিতায় বলরুমে সায়নী ব্যানার্জী

হেমন্ত
বেলা ছোট হলে অন্ধকার জানে,
একাকিত্বের পাতা গভীর কতখানি-
আমরা কেবল শুকিয়ে যেতে দেখি,
শুকিয়ে যাওয়ার কারণ কজন জানি?
স্মৃতির জলে নৌকার আসা যাওয়া,
ভাসানের ঢাক ছেড়েছে আমার গলি-
পড়ন্ত দিনে অবসাদে চায়ের ভাঁড়,
একেই কি আমরা হেমন্ত কাল বলি ?
হলুদ এখন, আমার কার্নিশ ভরা গাছ-
বিদায়ের চিঠি লিখছে ডালে ডালে,
অপেক্ষার প্রহর বিসর্জন হলে জানি
সূর্যের আভা সিঁদুর মাখবে গালে l
এমন কোনো বিরহী বিদায় বেলা,
প্রশ্ন হাজার ভাসবে অবাক চোখে-
না বলা সে সব গল্প বোনার ঋতু-
হেমন্ত বলেই জানুক নাহয় লোকে…ll