|| শাম্ভবী সংখ্যা ২০২১ || T3 শারদ সংখ্যায় সায়নী ব্যানার্জী

পুরস্কার
যৌথ পরিবারে বেড়ে ওঠা অনামিকা ছোট থেকেই পরিবারের বাকি ছেলেমেয়েদের থেকে সম্পূর্ণ আলাদা l ক্লাসে বরাবর প্রথম স্থান পাওয়া, মায়ের আদরের অনু ভালোবাসে ক্যারাটে l অবসর সময় মাউথ অর্গান l উচ্চমাধ্যমিক পাশ করার পর বাড়ির বড়রা মেয়ের তথাকথিত মেয়েসুলভ আচরণে ঘার্তি দেখে বিয়ে দিয়ে দিতে চাইলে, তার তীব্র প্রতিবাদ করে অনামিকার মা তাকে দিল্লী পাঠিয়ে দেয় উচ্চশিক্ষার জন্য l এই কারণে অনামিকা জানে দীর্ঘদিন ধরে কি নিদারুন কথার আক্রমণ সহ্য করতে হয়েছে তার মাকে l সমাজ , পরিবারের সাথে লড়াই করে মেয়ের ভবিষ্যত গড়তে যে ত্যাগ সে করেছে , অনামিকা সবসময় চেয়েছে সেই ত্যাগের যথাযথ মূল্য দিয়ে মায়ের গর্বের কারণ হতে l
সময়ের চাকা ঘুরেছে ।
দেখতে দেখতে অনেক গুলো বছর কেটেছে ।
প্রতীক্ষার অবসানে আজ সেই দিন ।
গর্বের সাথে আজ সকালবেলা, খবরের কাগজ নিজের হাতে বাড়ির মুখ্য কর্তার হাতে তুলে দিলেন অনামিকার মা l
প্রথম পৃষ্ঠার খবর , – বাংলার মেয়ের হাত ধরে গর্বিত বাংলা – সাফল্যের সাথে IPS পরীক্ষায় উত্তীর্ণ হলেন – নিশিকান্তপুর গ্রামের মেধাবী ছাত্রী , অনামিকা সেনগুপ্ত l
মায়ের আদরের অনুর দেওয়া , সেরা পুরষ্কার তার মাকে l এত বছরের সকল কটূক্তির আজ সফল উত্তর l