মেহেফিল -এ- শায়র আলম হোসেন (নির্বাচিত কবিতা)
মামুর জয়
চাল ডালের ব্যবসা ছেড়ে
এখন করি রাজনীতি,
চাঁদাবাজ সন্ত্রাসীতে
নেই কোন ভয়ভীতি।
দুহাত ভরে টাকা কামাই
গাড়ি বাড়ি সব আছে,
পাড়ার যত জোয়ান বুড়ো
আমার কথায় সব নাচে।
নেতার সঙ্গে উঠিবসি
আমি এখন ভিআইপি,
তেল চাইলে এনে দেই
বাঘা বাড়ির গাওয়া ঘি।
এখন আমার চলাফেরা
পোশাক আশাক হাইফাই,
ঘরের বাইরে বন্ধু অনেক
চাটুকারের অভাব নাই।
কেউবা বলে চালাক আমি
মাথায় নাকি অনেক জ্ঞান,
আগামিতে পারবো হতে
এ তল্লাটের চেয়ারম্যান।
আমি জানি আমার খবর
আমার দৌড় কত দূর,
ঢোল তবলা নেইতো কিছু
তালে তালে মিলাই সুর।
রাজ পুলিশের ভয়ে থাকি
কখন জানি কি হয়,
বেঁচে থাকার একটাই পথ
মামুর জয় মামুর জয়।