T3 || ১লা বৈশাখ || বিশেষ সংখ্যায় সেখ আসরাফ আলি

আদ্যন্ত
কি ভুল করিয়াছে হৃদয় শপিয়াছে অন্তরে
প্রেমের পূজারী বিগ্রহ জপে পলাশ তরুবরে।
আমি মোর আরাধ্য স্বামী প্রেমের পথের পথিক
গোধূলি আকাশে প্রেমের পরশে সুগন্ধ চারিদিক।
মেঘের আয়োজনে ধরণীর বারি ঐশ্বর্য লাগে
না জানি কেন তরুণ হৃদয় তোমারেই শুধু মাগে।
অনিমেষ দৃষ্টি অঙ্গে অঙ্গে ছড়িয়েছে কত বাতি
স্পর্শ করেছে গোপন প্রবৃত্তি নিন্দিত হয়েছে রাতি।
গভীর স্নিগ্ধ আঘাতে বিদ্ধ নয়নের নিবিড় ছায়া
কি বাঁধনে বাঁধিয়াছে মোরে লাগিয়াছে দুর্গম মায়া।
অভয় বিশ্বাসে পূর্ণ বিকশিত পুলকের সূর্য
নির্জন বুকে অমৃত সুখে কল্লোলের তূর্য।
কি মন্ত্র জপিলে মধুর লাগে তোমার কণ্ঠ ধ্বনি
দুরন্ত স্রোতে দিগন্তে বহে কম্পিত আত্মগ্লানি।
মিলনের জ্যোতি আর নেই গতি ধ্রুবতারার মতো
তোমার কুঠিরে শীতল শরীরে দিন হইলে গত।।