T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় সৌম্যজিৎ আচার্য

প্যান্ডেলে প্যান্ডেলে
কোমর থেকে পড়ে গেছে গোলাপি রঙের ঘ্রাণ
দর্শনার্থীদের কাছে অনুরোধ কেউ পেয়ে থাকলে
অনুসন্ধান অফিসে এসে জমা দিন
চন্দননগর থেকে এসেছেন শ্বেতাস্বরী দত্ত
আপনি যেখানেই থাকুন ব্যারিকেডের এপারে চলে আসুন। আপনার জন্য অপেক্ষা করছে করান্ডর রায়। ডাকনাম ক্যারি
এখনি তার সঙ্গে দেখা করুন।
দর্শনার্থীদের কাছে অনুরোধ, প্যান্ডেলের সামনে অযথা ভীড় করবেন না আস্তে আস্তে এগিয়ে যান বাকিদের ভেতরে যেতে দিন।
“নমো দেব্যৈ মহাদেব্যৈ শিবায়ৈ সততং নমঃ।
নমঃ প্রকৃতৈঃ ভদ্রায়ৈ নিয়তাঃ প্রণতাঃ স্ম তাম্।”
একটি বাচ্চা মেয়েকে পাওয়া গেছে। বাড়ি ঝাড়গ্রাম, নাম সুরভী শাসমল। বয়স আট। সে তার কাকাকে খুঁজছে। আপনি যেখানেই থাকুন, অনুসন্ধান অফিসে এসে দেখা করুন। আপনার জন্য মেয়েটি বড় কাঁদছে। মেয়েটি বলছে, আপনি তাকে ফেলে চলে যাবেন অনেক দূরে। একাজ করবেন না। একবার এখানে এসে দেখা করুন।
দর্শনার্থীদের কাছে অনুরোধ, প্যান্ডেলের সামনে অযথা ভীড় করবেন না। ঠেলাঠেলিতে শরীর থেকে যাদের খসে পড়ছে তিল, তাদের কাছে অনুরোধ সে সব তিল আর তুলতে যাবেন না। আস্তে আস্তে এগিয়ে যান। বাকিদের ভেতরে যেতে দিন।
“কল্যাণ্যৈ প্রণতাং বৃদ্ধ্যৈ সিদ্ধ্যৈ কুর্মো নমো নমঃ।
নৈঋত্যৈ ভূভৃত্যং লক্ষ্ম্যৈ শর্বাণ্যে তে নমো নমঃ।”
একটা হলুদ রঙের ব্যাগ, ভেতরে একরাশ জ্যোৎস্না
কেউ পেয়ে থাকলে, পুজো কমিটির অফিসে জমা দেবেন
ইন্সপেক্টর কুমারেশ চন্দ্রর কাছে অনুরোধ
একবার অফিসে এসে দেখা করবেন
এক বেলুনওয়ালা মাঠের মধ্যে ঢুকে, এক এক করে
সব গ্যাসবেলুন আকাশে উড়িয়ে দিচ্ছে
ভলেন্টিয়ারদের বলছি ওকে আপনারা আটকান।
আর দর্শনার্থীদের কাছে অনুরোধ, মণ্ডপের ভিতরে
অযথা ভিড় করবেন না। যে ঢাক বাজাচ্ছে
তার শুকনো চোখের দিকে তাকিয়ে থাকবেন না
ঝাড়লন্ঠন দেখতে দেখতে এগিয়ে যান
বাকিদের ভেতরে যেতে দিন।
“অতিসৌম্যতিরৌদ্রায়ৈ নতাস্তস্যৈ নমো নমঃ।
নমো জগৎপ্রতিষ্ঠায়ৈঃ দেব্যৈ কৃত্যৈ নমো নমঃ।।”
যার যা অভিমান যার যার ঘৃণা
প্রণামী বাক্সে জমা দিন
যার যা ঢেউ যার যা বালি তট
হাওয়ায় বেঁধে উড়িয়ে দিন। আপনার হারিয়ে যাওয়া শৈশব
আইসক্রিমওয়ালা কে দিয়ে দিন আপনার শুকিয়ে যাওয়া কাটাদাগ
ভেলপুরিওয়ালাকে বিলিয়ে দিন কিন্তু দর্শনার্থীদের কাছে অনুরোধ, প্যান্ডেলের সামনে
অযথা ভীড় করবেন না। আস্তে আস্তে এগিয়ে যান, এগিয়ে যান,
বাকিদের ভেতরে আসতে দিন…. ভেতরে যেতে দিন।