প্রবাসী ছন্দে শহিদ আজাদ (বাংলাদেশ)

এ এক উদভ্রান্ত সময়
নদী ভাঙ্গে পার
অবিশ্বাস ভাঙ্গে মন
বৃষ্টি ভেজায় ভূবন
নদীর পার ভাঙলে মানুষ হয়
বাস্তুহারা দিশেহারা,
মন ভাঙলে হৃদয় হয় দুর্বিসহ জ্বালাময়,
পার ভাঙ্গা নদীর মতো
ভাঙ্চুর হয় হৃদয়ের গভীরে,
বসন্তের বাউলি বাতাস
তোলপাড় করে উদাসী দিগন্ত জুড়ে,
প্রথম প্রহরের প্রান্ত ছুঁয়ে
আলোর আভাস আশান্বিত করে।
উৎভ্রান্ত সময়ের উষ্ণতায়
উদগ্রীব তাকিয়ে থাকে বিষন্ন চোখ,
নির্লিপ্ত চেতনায় চূর্ণবিচূর্ণ হয়
চিরন্তন অভিলাস,
জীবনের জরাজীর্ণ উঠোনে
হাসপাশ করে আশার আলো,
বোদলেয়ারের বেপরোয়া বচনে থেমে যায়
সকল আয়োজন,
ডানা ঝাপটায় ভ্যানগগের তুলি
তুরুপের তাস হয়ে,
ষড়যন্ত্রের স্বরূপ চিনে নিতে পারেনি
ছফার বুদ্ধিবৃত্তির বিকাশ !
অযাচিত আস্ফালনে হাওয়ায় উবে গেছে
উর্বর মস্তিষ্কের ফসল,
টক-শো মেলা-তে অতিরিক্ত টানাটানিতে
খুলে গেছে গণতন্ত্রের লেবাস,
রাখঢাকের আর কিছু নেই,
জেনে গেছে বুঝে গেছে সবাই,
উড়ে গেছে সকল পারাবত,
ভেঙ্গেছে নদীর পার ভেঙ্গেছে শরীর ও মন,
এ এক মহা সর্বনাশ ! এ এক উদভ্রান্ত সময়।