।। ত্রিতাপহারিণী ২০২০।। T3 শারদ সংখ্যায় সতীন্দ্র অধিকারী
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
সাধারণ ছেলের কবিতা
এরকমই কথা ছিলো বসে থাকার। সারাদিন
সারারাত
এখন আর তেমন কষ্ট নেই।
দুহাতে এতোখানি নোনচা মাটি
কোথায় দাঁড়াবো?
ক্রমশ পরিবর্তনশীল এই গ্রহানুপুঞ্জ
তাচ্ছিল্যকে কেই বা মেনে এসেছে!
তাচ্ছিল্য খুব কষ্টের
যাদেরকে দেখে ফেটে পড়ছো তুমি আর ছুঁয়ে ফেলতে
চাইছো আকাশ!
আর দোষারোপ করছো নিজেকে
তোমার বয়স খুব কম
শোনো,
ওরা কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না কখনও।
দূর থেকে ডেয়ারিমিল্ক দেখাবে শুধু
তাবলে নাচবে?
আমি খুব সাধারণ ছেলে!
সহবত
একটা ভুল জীবন নিয়ে কতদিন
কতদিন
বেঁচে থাকতে পারে মানুষ!
রাত হয়
ক্রম দ্রবমান মানুষের লোভ
আর অহং
যে মানুষ তোমাকে উপড়ে ফেলতে চায় শিকড় থেকে
তাকে তুমি কি শেখাবে!
মানুষ তো মানুষকে ছোটো করেই খুশী হয়।
তারপর টোটো চাপে
আর সেইসব অপমান
আর খিস্তি দিতে দিতে কেউ কেউ শুভেচ্ছা জানায়