কবিতায় পদ্মা-যমুনা তে সাবেরা আতিক

আমার সুপ্ত প্রেম
ভেবেছিলাম আমার নীরবতা
তোমাকে বুঝতে শেখাবে কতোটা ভালবাসি তোমায়?
কিন্ত তুমি সেই নীরবতার ভাষা বোঝনি,
বুঝবে যেদিন বুঝবে সেদিন
আমায় ঠিকই তুমি খুঁজবে।
কিছু মানুষের জীবন মেহেদী পাতার মতন,
উপরে চির সবুজ কিন্ত,
ভেতরে রক্তাক্ত লাল
আমার সুপ্ত ভালবাসা ঠিক তেমনই।
তুমি আমার সুপ্ত প্রেম
বসন্তের রোদেলা নীল আকাশ
স্মৃতির পাতায় জমে থাকা
কয়েক ফোটা অশ্রু জল।
আমার মন খারাপের দিনে
তোমার আগমনির প্রহর গুনে
ক্লান্ত দেহে বিষন্ন মনে
আঁধারের অতলে ঝুমঝুম বৃষ্টি নেমেছিল।
আমার সত্যিকারের ভালবাসাটা
হয়তো তোমার কাছে কিছুই ছিল না কিন্ত,
তোমার সেই মিছে মিছি ভালবাসাটাই ছিল
আমার কাছে অনেক কিছু।
আজও একবুক আশা নিয়ে
ভালবাসার প্রহর গুনি তোমার প্রতিক্ষায়
” তুমিই যে আমার সুপ্ত প্রেম ” ।।