T3 || আমার উমা || বিশেষ সংখ্যায় শুভ আঢ্য

শরণ
শরণে গিয়েছি সেথায় মেঘমল্লার, সেতারের ওপর
ভেঙে আছে পিটুনিয়া টব আর চোখের তারায় ঝালা
খুব ভেঙে খানখান হয়ে আছে ঘুম, নান্দনিক
শরণে গিয়েছি কোথা শান্তি, কোথা শাড়ি থেকে
কোমরে বসানো স্নেহ, আঙুলের ফাঁকে ডিলডো গোলাপি
মেঝেতে কাটছে সাঁতার পর্দার ছায়া, ওই পর্দার
পরপারে ফোকাস আলো, কালো ব্যাকড্রপ, ভাঙা ফুল
পোর্সেলিন নীলরঙা সুদর্শনা মুখ, সাদা শ্রাগ সংযুক্তা
দুর্গাপুর ছেড়ে গেল ট্রেন আসছে কলকাতা
কেউ ডাকেনি ব্যানার্জি বলে তুমি মিস না মিসেস?
শরণে গিয়েছি শুধু মাংস জমে হাড়ের ওপর
কম্পন নেই, কমিটি কমিটিতে চিৎকারে মেচেতার দাগ
পিঠ ও গালের ওপর শুধু টানটান আলো, পড়ে আছে
খোয়াব, পাশে রাখা ছুরিটি অস্থির অপেক্ষা