T3 নববর্ষ সংখ্যায় সৌম্যজিৎ আচার্য

বিজ্ঞাপন
দক্ষিণ দিক খোলা এক লক্ষ ফ্ল্যাট
উত্তর দিকে পুকুর বুজিয়ে অর্গানিক ফার্ম
পশ্চিমে আগুন লাগা কিছু ঘর,
গাঁজা টানা বস্তিবাসী
আর পূর্বে দিগন্ত বিস্তৃত মল, রোবট ফ্যাক্টরি…
ওপেন পার্ক, ক্লোজড পার্কিং–
সিসিটিভি লাগানো আছে প্রতিটি সিগন্যালে
তিনশো হোটেল। জলকেলির ব্যবস্থা আছে
প্রতি রাস্তায় প্রশিক্ষিত ট্যাফিক সার্জন
রাখালিয়া বাঁশি নিয়ে ঘোরে…
এ শহর বেচে দেব আমি
প্রকৃত ক্রেতা যোগাযোগ করুন(দালাল নহে)
যোগাযোগ : ৭০০৩৮৭৪৬৬৫