উল্লাসের হঠকারী দাগ করে উঠে গেল বয়স
আমি তার পেছন ধরে অনেক টানলাম
হাত ফসকে গিয়ে পড়ল টবভর্তি জলে
হাবুডুবু খাওয়ার ফুরসৎ নেই তবু সে অতল
স্নেহের হাত দিয়ে জড়িয়ে ধরল শরীর
সব দাগ উঠে গেলে মন ভারী হয়ে যায়
কাল রাতে তার বয়স আসেনি খিল তোলার
২| বিরুদ্ধ কথোপকথন
কতগুলো শব্দ শুধু জেগে আছে; কিছু বাক্য
ঘুমানোর ভান করে শুনছে খিস্তিপুরাণ
কেন জন্মের আগে বলে পাঠালে না
ঈশ্বরের খোচর তুমি জন্ম নেবে একাদশীতে
আসক্তিহীন মায়ারূঢ় যাপনের শেষে কি
নিয়ে ফিরে যাবে জোড়হস্ত অনূঢ় ব্রাহ্মণ
বৃষ্টির ফলার মতো শব্দের কুজাত বিবাহ
তবু কেমন অশ্বারোহী মেঘ উড়িয়েছে ধ্বজা
সংঘর্ষ জনিত বস্তুবাদ পৃথিবীতে সহবাস
আনবে একদিন; নতুন ঋতুর কাল প্রলয় বন্ধুর