ক্যাফে কাব্যে শ্রীময়ী আলো

ফেরা
এক যুদ্ধ শেষ করে অন্য যুদ্ধের তৈয়ারির
মধ্যবর্তিনী – এক টুকরো সময়
এই যে তুমি আছো – এখানে কোনো খেদ নেই
হয়ত চলে যাবে;
চলে যাওয়া বলে আদতে কি কিছু হয়!
কিছু সূর্য ডুবছে বুকের আশে পাশে
অন্য কোনো ভোরের চৌকাঠে
ফিরে আসার আলপনা আঁকছে
একান্ত পরিবার
কল্যাণি কণ্ঠে ফিরিয়ে নেবার মন্ত্রে
সুর সাজাচ্ছে নিবিড়তম আত্মজা
অবসর তো এক শব্দ মাত্র
কিছুটা গোধূলির মত – দিনের শেষ শঙ্খে
বেজে ওঠা সাঁঝের আগমনী
অ- সুখ আতুড় মেঘরঞ্জনী সীমা ছেড়ে
পথ আর পথিকের একান্ত আলাপন
অলিন্দ নিলয়ে আসা যাওয়া করে
গার্হস্থ্য সংকেত যত
প্রচ্ছন্ন ইন্দ্রিতে না লেখা সব গল্পের পরিশিষ্ট
সব চলে যাওয়াই আসলে ফিরে আসার পূর্ব পাঠ ।