T3 || আমি ও রবীন্দ্রনাথ || বিশেষ সংখ্যায় সাহিন আক্তার
by
·
Published
· Updated
জীবন
তোমাকে নিয়ে ক্যানভাসের কালো নিরবতায় আঁকছি ব্যর্থতার তিনপাত্তি মুখ
ভাঙা পর্দার কাট পেনসিলের পচে যাওয়া যৌবন
উইপোঁকার ঠুকনো পদ্মফুল
অথচ, দিস্তা খাতায় যত সস্তা খিস্তি লিখেছি
সবটাই আমাকে নিয়ে
নিঃশব্দের আলোড়ন, কিভাবে ভুলে যায় ভাঙা কলসির উন্মুক্ত আঘাত…
জানো না প্রিয়, যন্ত্রনার স্বাদ
গোল রুটি আগুনে ছেঁকে কিভাবে ছিঁড়ে খায়
ঠিক সে ভাবেই বেঁচে আছি
ভাঙা জ্যোৎস্না কুঁড়িয়ে কুঁড়িয়ে নগ্ন পায়ের পাতায়।