প্রবাসী ছন্দে শহিদ আজাদ (বাংলাদেশ)

কামনার কম্পন-৪
জোয়ার যখন নদীর মাঝে নৌকা তখন দুলবেই,
ইচ্ছে যখন কাছে পেতে ঝিনুক যোনি খুলবেই।
আলোর ভেলায় ভাসতে হলে সূর্য কিরণ লাগবেই,
সুখের জীবন পেতে হলে ঘোমটা খুলতে হবেই।
মন পবনের দুয়ার খুলে কাছে যখন টানবে,
হৃদয় মাঝে দেখবে তখন জোয়ার-ভাটা হানবে।
উথাল পাতাল ঢেউয়ের মতো দুলবে সুখের দোলায়,
দেখবে তুমি দু:খ কষ্ট কেমন করে ভোলায়।
বসন্তের ঐ আগমনে ফুলগুলো সব ফুটবেই,
পাঁপড়িগুলো ছড়ায় যখন যৌবনের ঝড় উঠবেই।
ছাদনা তলায় বাজনা বাজলে ইচ্ছে নদী ছুটে,
মনের দুয়ার খুলে গিয়ে বাঁধন যায় যে টুটে।
সর্বনাশা জোয়ার উঠে শরীর নদীর বাঁকে,
লক্ষ কোটি প্রজাপতি উড়ে ঝাঁকে ঝাঁকে।
ঝিলিক মারে রোদের মতো উরুসন্ধি মাঝে,
কেউ বোঝে না কেমন করে থাকি সকাল সাঁঝে।