|| শাম্ভবী সংখ্যা ২০২১ || T3 শারদ সংখ্যায় সতীন্দ্র অধিকারী

তোমাকে লেখা…
এক.
দ্বিধাতুর তবুও প্রস্তুত
এই মাটি
এই ঘর
আর উঠানের কোনে মাটি ফুঁড়ে
তাল আকুর। ও প্রিয় সর্পগন্ধার ছোটো চারাটি!
কতদূর যাবো?
যে মানুষ শুধু পেতে চায় ভালোবাসা
তাকে বলো
ভালোবাসো
ভালোবাসো।
দুই.
তুমি যদি আসতে না চাও
যদি হাঁটতে না চাও
আমি বলবো না এসো হাত ধরো
বাকি পথটুকু নাহয় একসাথে হাঁটি।
যেভাবে এতোগুলো বছর
একা
একা
হয়তো কেটে যাবে আরও ত্রিশটা বছর!
এসো অজয়ের এই রিনরিন হাওয়ায়
কুশেশ্বর ঘাটে বসে থাকি আরও কিছুক্ষন…