সম্পাদকীয়

হিম ঋতু
এত এত সময়ের পাতা
ম্যাপল গাছের মত খসে পড়ে
জীবনের থেকে।
সবুজে সুন্দর ছিল।
প্রাণবন্ত। হাওয়ায় উচ্ছল।
এখন হিমের দিনে গেরুয়াতে সেজেছে প্রকৃতি।
সেই রঙ কমলা হলুদে
অন্য ভালো লাগা আনে।
শিরশিরে হাওয়ার ফাঁকে
উনো তাপে রোদ্দুর নরম।
কত ছবি মন-আলমারির তাকে তাকে
ন্যাপথালিন গন্ধ ঘেরা ভাঁজে ভাঁজে স্মৃতি
ফিকে ছবি , কালো সাদা, সিপিয়া কালার
ঝরা পাতাদের নিয়ে মন কেমনের মহোৎসব
জীবন হে, হেমন্তেও
আনন্দ নির্ঝর। নরম চাদর আর
ফাজিল হাসিতে
অনন্তকালের লোভ…
নলেন গুড়ের ভালবাসা।