T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় শাল্যদানী

বোধন
নদী ভাষাকে ভাসা বলে
সাগরের আছে সুর
বৃষ্টির আছে অপেক্ষা
সরোবরে সে সুদূর
আগুনে কত না রঙের খেলা
গানের যেমন রয়েছে দেশলাই,
ধুনির জন্য অপেক্ষাতে সাধু
যুগের ছেড়া কাঁথা করছে সেলাই
পাখির ডাকে অনেক সম্বোধন
এইতো মোহন, এই তো বশীকরণ,
আকাশের গায়ে কান পেতেছো তুমি
শুনছো বুঝি, ‘আপন বলে জানি!’
আমিও কত ছাইপাঁশ ঘাটি মাটি
সাজানো থালা গোছানো পরিপাটি,
ভূতের মতো ভূত যায় না সাজা
সবাই প্রজা একজনই সে রাজা
রাজার মতো মাটির দামে খাঁটি
খাঁটির জন্য আমের ভেঁপু চাই
রাজা অনেক এক রাজারই দেশে
সব রাজাদের রাজার রাজা চাই