কাব্যানুশীলনে সৌরভ

মৃত পুরুষ
শহর আজ বিশ্বাসে অবিশ্বাসে
জীবিত
শহর আবৃত্ কংক্রিটে
এক রুপি প্রেমে মিশ্রিত।
পৃথিবীটা আজ ধ্বসে
পরিনত পাপের জীবাশমে
দাঁড়িয়ে আছি পূণের আশায়
প্রেমের উষ্ণে।
প্রেম আজ বিক্রিত
সরকারি চাকরিতে
প্রকৃত প্রেম স্মৃতি রূপে
সেই ফেলা দেওয়া
নিকোটিনেতে।
তাই হতে চাইনা
আমি প্রেমিক
অজানা যতো কান্ড কারখানা
আমি মালিক, আমি শ্রমিক। ,
প্রেম আজ বিক্রিত সরকারী চাকরীতে
আমার ফাঁকা ওয়ালেট
প্রেম প্রতিযোগিতায় আমি লেট,
ইমোশনটা পরে থাকুক
পরে থাকা পুরোনো ডায়েরিতে।
আমি ভাবছি ক্রমাগত
অঞ্জনদার বেলাবোস কি
আজও অবিবাহিত?
আমি কি তার এখনো অনুগত
যে খোঁচা দিচ্ছে স্মৃতি
করছে আহত।
সিগারেট এর ধোঁয়া তে
খুঁজছি তাকে আমি প্রতিনিয়ত,
তার প্রেম আমার কাছে মৃত
তবু স্মৃতি করছে জীবিত।
লিখছি শব্দ অনবরত
যদিও অশিক্ষায় নিম্নজীত,
পেটে বিদ্যে নেই যথেষ্ট
প্রকাশ করছি স্বপনষ্ট।
আমি আজ বেকার বলে
তোমাদের কাছে কাপুরুষ,
প্রেমিকাকে অন্যের হাতে তুলে
আমি আজ প্রেমে মৃতপুরুষ।
একবারে আমি মরছিনা
হৃদয় ভাঙ্গে ক্রমাগত,
মুচকি হেসে মেনে নিচ্ছি সব
মানুষ হচ্ছি পরিনত।
তাই বুঝতে পারছি সব,
বন্ধ কোলারব।
তাই হতে চাইনা
আমি প্রেমিক
অজানা যতো কান্ড কারখানা
আমি মালিক, আমি শ্রমিক। ,
প্রেম আজ বিক্রিত সরকারী চাকরীতে
আমার ফাঁকা ওয়ালেট
প্রেম প্রতিযোগিতায় আমি লেট,
ইমোশনটা পরে থাকুক
পরে থাকা পুরোনো ডায়েরিতে।