বর্ষায় প্রেম সংখ্যার কবিতা সিরিজে সায়ন
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
৯.
আমরা বারবার চলে যাই
ট্রেন থেকে ছিটকে
নামহীন প্ল্যাটফর্মের কাছে
তোমার বিরাট খোঁপায় খুলে যায়
শানথালিখোলার ঝর্ণা,
শান্ত চোখের পাশে চা বাগানের গন্ধ
গাছের শরীর ভেজা রোদ্দুর দিয়ে
মানুষের প্রতিহিংসা পার হয় মূর্তি নদীতল
এখন শুধু পাথর ঘষার শব্দ,
আদিবাসী শরীরে ঢেউ তোলা জল….
১০.
‘অ’ দিয়ে অজগর হয়
সাবধানে শিশুদের বুকে বেঁধে রেখো
মাটির ভিতর থেকে উঠে এল কাঁচের বাড়ি
ওই শোনো , – আঁকাবাঁকা হিস্ হিস্ স্বর..
ঠান্ডা ছাযা়য় দেহঘর, রঙ নেই কেন?
ডানা ভাঙা নিখোঁজ হাঁটে আমার ভিতর
বুক পেতে শুয়ে আছে ভালোবাসা জলঝারি-
শিঁরদাঁড়া আঁকা হল খাতার উপর?