T3 শারদ সংখ্যা ২০২২ || তব অচিন্ত্য রূপ || বিশেষ সংখ্যায় সোনালি

শারদীয়া
এখনো বর্ষার মেঘ
মন্দ্রিত মল্লার।
কাশ ফুল আগমনী তর্পণের তিল
পুজোর ছুটির সাথে চারদিকে আজ,
কোনো মিল নেই
ভেজা কলকাতা শহরে।
তবুও মোবাইল দেখি প্রহরে প্রহরে
পুজোর আবাহন চেয়ে।
কত কিছু খুঁজি।
পুরোনো ঢাকের বোল।
বাবা মার গলা।
নতুন জামার গন্ধ।
পূজাবার্ষিকী।
ঠাকুর দেখার লোভে চকচকে চোখ
ছোট্ট মানুষদের পুজো
খুব মিষ্টি হোক।
মিষ্টিমুখ, কোজাগর, সাজ, যোগাযোগ
বিজয়ার ছবি এঁকে আদরের ফ্রেম,
তারিখে হিসেব গোনা, কারা আসবে কাছে।
মন উৎসুক আর দুর্বাঘাস প্রেম।
আসলে কেবলি খুচরো অজুহাত খোঁজা
কি তিথিতে কাছে পাবো যত সোনা মুখে
সেই তো আসল পুজো, আনন্দ প্রদীপ
আরতিতে জ্বালি, আর মাথা রাখি বুকে।