কাব্যানুশীলনে সৌরভ

কোথায় যেনো হারিয়ে গেলো সব
কোথায় যেন হারিয়ে গেলো সব
হারিয়ে গেল কাদামাখা রাস্তা
হারিয়ে গেল লোডশেডিং এ
হারিকেনের আলোতে পড়ার ঢল
এখন আর পালকিতে বউ আসেনা
কেও ধরেনা মায়ের আঁচল।
হারিয়ে গেল পা ট পচার গন্ধ
হাওয়া নেই আর সস্তা ,
আজ আম গাছে ঢিল ছোড়া বন্ধ।
হারিয়ে গেল মাঠের খেলা
খেলার পর জমানো আড্ডা,
এখন শুধু শহুরে পালা
গ্রাম্য বলে করে ঠাট্টা।
হারিয়ে গেল সব
সাঁঝের উলুধ্বনির রব
হারাচ্ছে মণ্ডপের আসর
হারিয়ে যাচ্ছে সব পালা
হারাচ্ছে সব সঙ্গী
আজ নেই কোনো খড়ের চালা
গাজনে সাজেনা কেও
নাচেনা শিব আর নন্দী।
সেই গ্রাম্য একদিন শহর
হবার আশা রাখে ,
যেমন টা বৃদ্ধ মা বাবা
আধুনিকতার হাওয়া মাখে।
গ্রাম তো সাজে বিজলী নিয়ে
কিন্তু গ্রাম তো গ্রাম থেকে যায়।
গ্রাম্য মা বাবা যেমন
দাড়িয়ে থাকে তার
সন্তানের আশায়।