সম্পাদকীয়

হে ভৈরব হে রুদ্র বৈশাখ…
গ্লোবাল ওয়ার্মিং বললে ত নাক সিঁটকাই। ভাবি যত ন্যাকামি।
এসি ত সব ঘরে লাগবেই।
বাড়ি আর গাছের জায়গায় আকাশ ছোঁয়া কংক্রিটের সারি সারি চৌকো।
তবে কেন দুপুরে সাধারণ মানুষ বলছে কাজ বন্ধ করে দাও। এগারোটার পর আর বাইরে গরম হাওয়ায় নিঃশ্বাস ও নেয়া যাচ্ছে না।
আমরা এ সি চালাই।
হাওয়াকে কন্ডিশন করে আরাম পাই।
বাইরের মানুষগুলো এসে ঘর বাড়ির কাজ, খাবার তৈরি ইত্যাদি না করে দিলে কি হবে, ভাবতে চাই না।
খুব শিগগির ভাবতে বাধ্য হব।
রুদ্র বৈশাখ, এইটাই বোঝাচ্ছে।
সোনালি