কবিতায় শ্রীধর

অস্থায়ী
স্থান বদলায়, সময় বদলায়,
বদলায় মানুষের প্রবৃত্তি,
বন্ধু হয় শত্রু, শত্রু হয় বন্ধু,
বদলায় যদি পরিস্থিতি।
অস্থায়ী সব চলমান জীবনে,
উপলব্ধি’তেই পড়ে ধরা,
লক্ষ্য থাকে, সাফল্য ও আসে,
তবু থাকে কিছু অধরা।
স্থায়িত্ব লাভের প্রচেষ্টা চলে,
বিবেক’কে কখনো সরিয়ে,
শরীরের মত কীর্তি ও ভঙ্গুর,
প্রমানিত হয় তা সময়ে।
অস্থায়ী হলেও ক্ষণস্থায়ী জীবনে,
করে যেতে হবে কর্ম,
লক্ষ্যে থাকুক গন্তব্যে পৌছানো,
করে মানব- কল্যাণ ধর্ম।