T3 || সমবেত চিৎকার || বিশেষ সংখ্যায় সোনালি

আজ এই হিংস্র শ্রাবণ

আমার সমস্ত জুড়ে
পেতে দিলে রক্তে বোনা জাল ।
বাইরের আতঙ্ক , অগ্নি, বিভীষিকা ,
অসভ্য মাতাল , কদর্য ইঙ্গিতি চোখ ,
লালা-ঝরা শ্লেষ্মা মাখা গালি –
তারও মাঝে দু পা গেড়ে
মাটিতে মশাল শিখা জ্বালি
নিস্পলক দৃষ্টি নিয়ে ।
এক পা এক পা সামনে রাখি
পিছোয় হাঁ –জন্তুর মুখ –
একেই বিজয় বলে ?
বলো, এই কি জিতবার সুখ ?
কচি মাথা গুঁড়ো করে নিশাচর
ক্লীব অশ্বত্থামা ।
তৃণরঙা হে কেশব ,
থামাওনি যুদ্ধের দামামা,
এ পৃথিবী দেবো কাকে ?
বেশ্যাগ্রস্ত কৈশোর ঝিমোয় ।
যোনীতে পেতেছে ফাঁদ।
মাতৃত্বকে রাস্তায় বিকোয়
অট্টহাস্যে ছিন্নমস্তা ।
এ আমার ভারতবর্ষ , দেশ ?
তবে জ্বালো আরও চিতা ।
রজঃস্বলা ছিন্ন মুক্ত কেশ
যুদ্ধে আমি বাকি আছি ।

আমি আছি জাগ্রত সংঘাতে
ধর্ষকের মুখোমুখি
সংশপ্তক অস্ত্র ধরা হাতে ।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।