সমীপেষু

বুঝলে বুঝুন

|| ভেজালাম ||

রন : সবেতেই ভেজাল ভাই। কোথায় যাই
জন : উলটো হয়ে গেলো। আসলে ভেজালে তুই এসে পড়েছিস
রন : বলিস কী। ভাববাদী হলি নাকি কমরেড
জন : হুস। আমি যা প্রশ্ন করছি তুই খালি উত্তর দে। চালে কাঁকর। কাঁকরটা কী?
রন : ভেজাল
জন : তোর বাপ প্রতিদিন কাঁকর বেছানো পথে শালিককে খাওয়ানোর জন্য বাসমতী ছড়ায়। তখন কী বলবি?
রন : বিলাসিতা।
জন : বাল। ওকেও ভেজাল বলে। ক্ষেত্রটা একটু ডিফারেন্ট। এখানে তোর বাপ কাঁকরে বাসমতীর ভেজাল পাঞ্চ করছে
হে হে
রন : ছুঁচোর বাচ্চা!

শাল্যদানী

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।