T3 || স্মরণে শহীদ || বিশেষ সংখ্যায় সোনালি

বাংলা ভাষা
নদীর মতন বয়ে
ছবি আঁকে আমার অক্ষর
কোমল শিশুর গায়ে
ঘুমপাড়ানিয়া গান গেয়ে
পাতার মতন ঝরে
শব্দের উজান বাওয়া কথা
যত হাসি যত চাওয়া
যত কাঁপা চোখের পালক
যত যত চুম্বনের
আলতো স্পর্শ মধুর আশ্লেষ
যত প্রাণ উত্তাপের স্নেহের
সুগন্ধ ভরা ঘট
সব কথা তোমাতেই লেখা রইল
তোমাতেই শুধু
ক্লান্ত হয়ে মাথা রাখি
মাটির এই শীতলপাটিতে
পৃথিবীর যত আলো
যত শব্দ যত অহংকার
সব শ্রান্তি মুছে দিও
নরম আঁচলে,
একান্ত আরাম আর
মনের আশ্রয়, মা আমার।