১৫.
মাটির উপরে থাকে মা
আমি শুধু বিশ্বাস করি
মাটি থেকে মাটির দিকে দেখা
বিপ্লবীদের দেহের সার দিয়ে
ভালো গাছ হয়েছে গোটা মানচিত্র ভরে
আসলে মা-ই ঠিক-
আমরা শহর পথের কানাগলি ছেলে
কতটুকুই আর দেখতে পাই চোখে!
তিযা়ত্তর বছর সেই রাস্তা পার হওয়ার সময়
মা হাত ধরে আর্মি জীপকে থামিয়ে
ওপারে আটোতে তুলে দিয়ে আসে সাবধানে।
১৬.
প্রশ্ন করার শিল্প চাই দেশে
শূন্যমাঠে হাওয়ার চলা চল
গলার মধ্যে …. ফাঁসের দাগ কেন
জানি না নাম – অমোঘ হন্তারক
এখন শুধু প্রদীপ জ্বেলে দেশে
চারপাশে শুধু অকাল দেওয়ালি রাত
বারুদ মেখেছে নীরবতার পাশে
স্বাধীনতা, সে কি শুধুই মান কি বাত?