দীপান্বিতা এসে গেছে। সঙ্গে ভ্রাতৃ দ্বিতীয়া।
আমি, আমার পরিবার কোভিড আক্রান্ত হবার সার্টিফিকেট পেয়েছি।
আমার কন্যা, দীর্ঘ পাঁচ বছরের পর একটা ছুটি পেয়ে এসেছিল বাড়িতে সবার সাথে আলোর উৎসব কাটাবে আশায়।
সকাল থেকে তার বাবাকে হাসপাতালে পাঠানোর উদ্যোগে এবং নিজেদের ওষুধপত্র ইত্যাদি ব্যবস্থায় দিন কেটে গেল।
কিন্তু তবু, জ্বাললাম ত আলো।
তবু বললাম, আরে কাছে ত আছি। পাশে ত আছে অগণিত বন্ধুরা, এও ত জীবনের উদযাপন।
তাই আবার লিখতে বসলাম।
অজস্র কাছের মানুষ বলছেন, কি করে দেব? কি লাগবে বল। শুভ কামনা জানাচ্ছেন।
মেয়ের বন্ধুরা দেশ বিদেশ সমস্ত পৃথিবীর কোনা থেকে খোঁজ নিচ্ছে।
চিকিৎসক বন্ধু এবং তাঁদের পরিবার এমবুলেন্সে ওঠার মুহূর্তে ও এসে দাঁড়িয়ে থাকছেন ।