T3 || ঘুড়ি || সংখ্যায় সোনালি

ঘুড়ি
চলছে ছোটা লাটাই হাতে
খুলছে ঘুড়ির সুতো..
দেখছে না কেউ উঁচু নীচু
পায়েতে নেই জুতো।
চোখ রয়েছে আকাশে আর
মন রয়েছে টানে,
মাঞ্জাদেওয়া সুতোর ধারেই
কাটবে সবাই জানে।
কাঁচের গুঁড়ো গঁদের আঠা
পাতলা কাগজ, কাঠি
বাড়ি ফিরে মায়ের হাতে
কে কে খাবেন চাঁটি?
এখন সে সব নেই তো মাথায়
শুধুই লড়াই চলে..
ভোকাট্টা রব আকাশ কাঁপায়
ঘুড়ি ফুরুৎ হলেই।