সম্পাদকীয়

আবর্তন
ফের এলো শীত শীত হাওয়া।
এত দিনে ওর সাথে সম্পর্ক গভীর।
কালি পুজো, শ্যামা পোকা
ভুলে যাওয়া তুবড়ি, মশাল
ঝুপ করে নেমে আসা বিকেল
আর মন।
হিমের ছোঁয়াচ লাগা শিরশির মন।
সত্যি কোন কাজ নেই।
এতশত ব্যস্ততার মাঝে –
কেনই বা মন নিয়ে এটা ওটা ঢেউ
কেনই বা ফিরে দেখা
ফিরে ছোঁয়া সময়ের নদী।
অন্ধকার আকাশের আকাশ প্রদীপ
কোন কাজে লাগে ?
লাগে না তো।
তবু জ্বেলে রাখি।
অযুত কাজের মাঝে সেই সুখপাখি
ডানা মুড়ে বসে থাকে।
খাঁচাতেই আটকেছি তাকে।
মুখ গুঁজে, পাখা মুড়ে
বসে থাকে চুপ এক কোনে।
ধুকপুক করে তার বুকের ভিতর
জল খায় বাধ্য হয়ে, গুনে চলে
বাটি মাপা দিন
যাপনের শিকে ঘেরা, অত্যাগসহন।
তাও তাকে ছুঁলে তুমি হাতে পাবে জীবনের তাপ
ঢিপঢিপ করা প্রাণ এক মুঠো পালকের ফাঁকে —
ডাক ভুলে যাওয়া জীব
প্রাণ, আমি যত্নে রাখি তাকে।