হৈচৈ কবিতায় শ্রীধর

চিত্র
ব্যস্ত শহরের চিত্র দেখে,
অবাক হয়ে যাই,
লেখালেখির কাজগুলো সব,
নোটপ্যাডে করে সবাই।
শহর যেন হাঁটছে সদা,
রইলে ফোনটি কানে,
সারা দুনিয়ার যোগাযোগ সব,
হচ্ছে অন লাইনে।
ঠিকানা এখন খুঁজতে হয়না,
গুগল দেখায় ম্যাপ,
বিল পেমেন্টে লাইন লাগেনা,
যদি থাকে সাথে অ্যাপ।
বিজ্ঞানের জয়যাত্রা সামনের দিকে,
ক্রমশ এগিয়ে চলেছে,
সব প্রশ্নের সমাধান এখন,
হাতের মুঠোয় রয়েছে।