T3 মকর সংক্রান্তি স্পেশাল – এ সোনালি

মকর সংক্রান্তি
সূর্য ধীরে সরে যান। পৌষের শেষ।
শীতল দিনের ফাঁকে লাল লেপ, তাপ।
আদরের। আরামের। সোহাগের ছবি।
ভালোবাসা, জমে হয় নবান্নের ঘ্রাণ।
যত চাওয়া, যত আশা, হতাশাকে ঢেকে
নবাঙ্কুর বুনে রাখি বুকের পলিতে
নতুন গুড়ের পুর। পুলি পিঠে ক্ষীর
স্নেহের অমৃত স্বাদু পরমান্ন পাতে
ভোরের প্রথম আলো, কোলে এল প্রাণ
নরম আঙুলে কচি টেনে রাখে পাশে
সব দুঃখ ক্ষোভ মুছে আলোকের শিশু
নতুন জীবন আনে মধুর আশ্বাসে।
পৃথিবী উল্লাসে বলে, কি মাধূর্য, মাঘ
আবর্তন দেখো, পথে আমের মুকুল
জীবন আমারও কোলে পৌঁছালো ‘মা’ ডাক
ধরিত্রী সখীর সাথে ফোটালাম ফুল।