T3 || বর্ষ শেষে বর্ষবরণ || সংখ্যায় সোনালি

একলা বৈশাখ
অনেক বন্ধুদের গল্প আর
সাজসজ্জা, স্বাদ, রঙ, যত কিছু
লোভনীয় প্রাণে..
চিরকেলে নব বর্ষ
চিরকালই আড্ডা বয়ে আনে।
সুকুমারী অলংকার, গ্রীবার
অহংকারী বাঁক,
সুগন্ধি বাতাস বলে
ভালো থাকা গায়ে লেগে থাক।
এত ভালো থাকা
তবু ভিড়েই একলা হই রোজ
যত বেশি আনন্দ
ততই গভীর যায় খোঁজ
কেন তুমি কাছে নেই?
চিরকাল ভ্রমর গুঞ্জন
কে যেন বুকের মধ্যে
এস্রাজের মীড় টানে, বাজে
ফেলে আসা ভালোবাসা
ইমনে, কোমল খাম্বাজে।