প্রেমজ আলিঙ্গনে কবিতা যাপনে শাল্যদানী
by
·
Published
· Updated
অগ্নিহোত্রী
আজ চিৎকারে থাক শুধু তোমারই নাম!
হাসির সাথে চোখের জলের কম্বিনেশনটা—
ভুলতে বসেছিলাম।
মনে করালে…
প্রেমের দিন প্রেম ছাড়াই রগরগে হল।
কার্ড আসলো ঠোটের ভাষায়
এগারো বছর পর।
তুমি আর আমি হাসলাম দুজনেই।
একসাথে।
সময় মেপে!
কী লিখছি, কেন লিখছি জানি না।
কবিতা না ছাই হচ্ছে!
কাব্যের দেবী সামনে আসলে
আর যাই আসুক —
কাব্য আসে না!
গরম লাগছে!
প্রেম-প্রেম করে আদিখ্যেতা চলছে বুকের মধ্যে।
” তুই এলি কেন জিওগ্রাফিতে
হিস্ট্রি বুকে বইছিলি নদী।
কালপুরুষকে নপুংসক বানিয়ে
সাজাস অগ্নিহোত্রী
আজকে প্রেমের রাত্রি! ”