T3 সাহিত্য মার্গ || ১৫০ তম উদযাপন || সংখ্যায় সায়ন্তিকা

আলেয়া

গাছগুলো ছুটছে বহুদূর পর্যন্ত ..
শহরে সারি সারি গাড়ি۔বারান্দা , ফুটপাতে কালো মুখোশের নিচে অসংখ্য মানুষ ,
দুধ শাদা মূর্তিদের ক্ষয়ে যাওয়া কাঠামো ,
ঘনঘন পুড়ছে লাশ ,
মাঝরাতের আঁশটে গন্ধ ۔۔۔
ঘরের মধ্যে তখন নিভু۔নিভু আঁচ ,
ঝলসে যাচ্ছে শরীর !

এখনও মেঘেরা টুপটাপ ঝরছে , পেঁজা তুলোয় লেগে আছে শিশির , জলের স্তর ভেঙে চৌচির !
ঠোঁটের কোণে শুকিয়ে আছে আলো , হটস্পটের গতিতে এগিয়ে চলেছে জীবন ,
লাইটহাউসের স্তব্ধতায় ঢেকে যাচ্ছে পথ !

সন্ধ্যা নেমে আসছে দেয়ালের ওই পাশে ,
হাতের রেখায় ফুটে উঠেছে লক্ষাধিক তারা ۔۔۔۔

জট পড়ে যাওয়া সম্পর্কে তবুও তো এইটুকুই রাগ হয়ে থেকে যায় ,
কত কথা এভাবেই ভিজে যায় অন্ধকারে !

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।