সম্পাদকীয়

আবার এসেছে ফিরিয়া। কোভিড, পাগলা দাশুর মতই রে রে করে এসে গেছে।
না না, থুড়ি, না মুখ নাক ঢেকে, খুব পার্টি আর বেড়ানো করে আমরাই তাকে নিয়ে এসেছি।
এবার, কেউ বাকি নেই।
শিশু থেকে থুত্থুরে বুড়ো মানুষ, সবাই পজিটিভ
তবে ওষুধ নিয়মিত খেলে বাঁচাতে অতটাও অসুবিধে নেই।
সুতরাং।
নিয়ম মানুন। দয়া করে।