T3 || রবি আলোয় একাই ১০০ || সংখ্যায় সোনালি

১০০ তম
শত এখনো একটা মস্ত সংখ্যা।
সহস্র ছোট হয়ে আসা সত্ত্বেও।
তাই একশো তম সংখ্যায় সম্পাদনা করতে বিনীত হতে, কৃতজ্ঞ হতেই হয়।
টেকটাচটক কে ধন্যবাদ এ সুযোগ দেবার জন্য।
সাহিত্য hut এর এ একটা ফলক, মানে মাইলস্টোন বটে।
২৫ শে বৈশাখকে ছুঁয়ে আছি।
রবি বললেই, আমার মনে আসে, এত কষ্ট। একটা মানুষ। তার জীবনে এত বিচ্ছেদ, এত বিরহ, এত যন্ত্রণা।
আর তা সত্ত্বেও সে এত আলো, এত আনন্দের গান গেয়ে চলেছে।
শতবছর পেরিয়ে ও সে গানে আলো খুঁজে পাচ্ছে মানুষ।
তাঁকে না ভালবেসে থাকি কি করে ?
জয় তব বিচিত্র আনন্দ, হে কবি…
প্রণাম।