অণুগল্পে স্নেহদিয়া

কথাকলির ভালোবাসা
গৌরী
কথাকলি বেশ শান্ত একটা মেয়ে। ডাক নাম কথা,সবাই কথা বলে ডাকে।
দেখতেও বেশ সুন্দরী। একটা প্রাইভেট ভার্সিটি তে পড়ে।
তার সাথে তপন নামে এক ছেলের সাথে সম্পর্ক আছে। তপনের ডাক নাম তাপু। তাপু আর কথা একে অপরকে খুব ভালবাসে।
তাপু পড়াশুনার কারনে লন্ডনে থাকে। সেখানে সে ডাক্তারি পড়ছে। কথা আর তাপুর মধ্যে প্রায় ৪ বছরের সম্পর্ক। কথা আর তাপু উভয়ের পরিবারের সম্মতিতে তাদের বিয়ে ঠিক হয়। ফোনে তাদের বিয়ে হবে।
… বিয়ের জন্য তাপুর ফ্রেন্ড কেনা কাটা করে। কথার জন্য জামদানী, ডায়মন্ডের নাক ফুল ইত্যাদি কেনা হয়। বিয়ের দিন ঠিক হয়ে আছে। আজ রাত পেরোলেই কাল বিয়ে।
কিন্তু পরদিন বিয়ে হয় না। কথার ফোন বিয়ের আগের রাত থেকেই বন্ধ। তাপু তার বন্ধুকে ফোন দিয়ে ঘটনা কি জানতে চায়? ফ্রেন্ড জানায় বাদ দে ওই মেয়ের কথা। ওই মেয়ে খারাপ। সে অন্য একজনকে বিয়ে করবে। কথার অনুরোধে তাপুর ফ্রেন্ড আকাশ কে এই মিথ্যা কথা গুলো বলতে হয়।
তাপু কিছুতেই মেনে নিতে পারে না। সে নির্বাক হয়ে বসে থাকে। বিয়ের আগের রাতে কথা অসুস্থ হয়ে পড়েছিল। তার চেহারা ক্রমশ ফ্যাকাসে হয়ে আসছিলো। তার পরিবারের লোকজন তাকে হাসপাতালে ভর্তি করে। জানা যায় কথার ব্লাড ক্যান্সার হয়েছে। কথা কিছুতেই তাপুকে তার জীবনের সাথে জড়াতে চাইছে না। কথা বলে আমি আর মাত্র কয়েক মাস, আমি ওকে এই কয়েকটা দিনের জন্য ঠকাতে পারবো না। ওর জীবন আমি নষ্ট করে দিতে চাই না।
কথা আকাশকে মেসেজ করে, আকাশ যেন তাপুকে ভুল বোঝায়, যেন বলে কথা তার সাথে টাইম পাস করেছে। সে অন্য ছেলেকে ভালবাসে তার সাথে বিয়ে ঠিক হয়েছে, কথা খারাপ একটা মেয়ে ইত্যাদি। কিন্তু আকাশ পারে না তার বন্ধুকে এই কথা গুলো বলতে।
আকাশ তাপুকে সব বলে দেয়।
তাপু সব জানার পর কথার সাথে অনেক কষ্টে যোগাযোগ করে, কেননা কথা তাপুকে ভুল বোঝাতে চেয়েছিল। তাপু কথাকে অনেক বোঝায়। তাপুর এক কথা ” আমি তোমাকে ভালবাসি, তুমি যদি একদিন বাঁচো… আমি তাও তোমাকে বিয়ে করবো… আমি ওই একটা দিন তোমাকে নিয়ে বাঁচতে চাই… ”
এর নাম ভালোবাসা……………….!
ভালোবাসার মাঝে কোন অভিযোগ থাকে না।