T3 || আমি ও রবীন্দ্রনাথ || বিশেষ সংখ্যায় সাত্যকি
by
·
Published
· Updated
মৃদুল
বিভক্তি উপসর্গের সামনে
থেকে থেকে আলো
থেকে থেকে অন্ধকারের জমাট আয়োজন
এরই মধ্যে যারা, তাদের মুখ ভেসে ওঠে
ঢেকে যায় ফিরে চায়
আমি কয়েকবার কালিম্পং মনে করি
কয়েকবার জোড়াসাঁকো
কয়েকবার শান্তিনিকেতন
কয়েকবার ফিরে চাই রোদের দিকে
বৃষ্টির দিকে আর
কয়েকবার আকাশের দিকে
বিভক্তি উপসর্গের ভিতর যে মুখ ফুটে উঠেছিল
তাদেরকে দেখতে পাই
এখানেই থমকে যেতে হয়
গতি শ্লথ হয়ে আসে
কিন্তু, কয়েক মুহূর্ত সংযোজনে তারই বিপরীতে
ছাপিয়ে ওঠে মৃদুল আহ্বান
এগিয়ে আসে রাঙা পথ সরলরেখায়।