সম্পাদকীয়
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
যাত্রা আমার পথের দাবী
রাত ফুরোলে দিন জানিয়ে রাখা
যাত্রা আমার একার ঘরে
ঘরে পরে আকুল মনের পাখা
হেমন্ত মন যখন তখন
রাস্তা পথিক উদাসী এক তারা
একলা আসর ভোরাই রেওয়াজ
সুগন্ধময় স্নেহরসের ধারা
গাছের পাতায় ভোরের আলো পড়লে আনন্দকে খুঁজে পাই।
স্বজন হারানোর ব্যথা, প্রিয় শিল্পী, প্রিয় মানুষদের হারানোর কষ্ট, হেমন্তের ঝরা পাতার মত হাওয়ায় ভাসে। তবু সকালের রোদ বলে যাত্রা থামিও না।
এগিয়ে যেতেই হবে।
মহামারীর ছোবল খেয়ে ফিরে আসা প্রাণ বলে, যতক্ষণ বুকের মধ্যে ধুকপুক করে প্রাণ আছে, গানকে থামায় কে।
জীবন মশাই, এসে গেল যে আরও একটা বড়দিন। আরও একবার নলেন গুড় আর পাটিসাপটা। ক্রিসমাস ক্যারল আর ছানাদের আদরের ওম।
এই বার ও রইল এইসব ।
খবর পাচ্ছি , মহামারীকে থামাতে ভ্যাক্সিন আসছে।
জয় হোক মানুষের। ওই নব জাতকের। ওই চির জীবিতের।
সোনালি